না, আমি কবি নই। এক জন অবহেলিত কবির মনের আক্ষেপ দুর করতে আমার এই প্রয়াশ। প্রেস/ বই ছাপানো কিছু নামিদামি/ধনী লেখকদের নিজস্ব সম্পদ। এখন বই ছাপাতে টাকা লাগে,অনেক টাকা। তাই আমি চিন্তা করেছি এই প্রতিভাবান কবিদের কবিতা সংগ্রহ করে আপনাদের মত মুক্ত মনের পাঠকদের কাছে উপস্থাপন করবো। যেখানে অর্থ নয় প্রতিভার মুল্যায়ন হবে।
ভাগ্যচক্র
ভাগ্যের সাথে কর্ম আমার
প্রতিদিন প্রতি রাতে।
নির্মম ভাবে করেছি লড়াই
নিষ্ঠুর দুটি হাতে।
তবুও ভাগ্য বারে বারে আসি
হেসে যায় শুধু ব্যাঙ্গের হাসি।
আমার প্রতিটি কাজে
প্রতি দিন প্রতি সাঁঝে।
আমি পথ খুজি প্রাণ পণে যুঝি
যখনি দেখেছি কুল।
তখনি নিয়তী ঘুরায়েছে গতি
করায়েছে পথ ভুল।
মিছে দুরাশায় ভুলায়ে আমায়
আড়ালে ভাগ্য বসি।
ঠেলে দিয়ে রাখিয়াছে ধরে
আপনার হাতে রশি।
আমি যত ছুটি নিয়তির খুটি
ততই কশিয়া বাঁধে।
তাই বারে বারে ভরে হাহাকারে
আমার প্রতিটি সাধে।
খোঃ মোঃ আনছার রহমান

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


