আমাদের পেয়ারা গাছটা মরে গেছে
পশ্চিমে বাগানে যাওয়ার রাস্তাটা জংলি লতায় ঢাকা
বাবা এখন বিছানায়
রতনটা আর ফিরে এলোনা।
কেবল দখিনের ঘর আগের মতই
জানালার পাশে জারুল গাছ
দেয়ালে রবীন্দ্রনাথ, টেবিলে তাজা ফুল প্রতিদিন
বিছানার পাশে খোলা শরৎচন্দ্র
স্নানঘরে গোসলের গোলাপ গন্ধ জল
আর সমস্ত টেবিল জুড়ে ছড়ানো
তোমার চুলে দেয়ার চাঁপা ফুলের তেল
সেই লাল ফিতা, টিপের কৌটো,
বেণী ঝুলিয়ে তোলা বোকা বোকা ছবিটা
তোমার অপেক্ষায় থমকে গেছে জীবন এইখানে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


