আগাম ঈদ শুভেচ্ছা সবাইকে। আমি একজন মিউজিশিয়ান বিধায় এই পোষ্টটি লিখতে বসলাম। সামনে ঈদ। এই ঈদে বাজারে বিভিন্ন শিল্পীর এ্যালবাম রিলিজ হয়েছে। এর মধ্যে সবকয়টি হয়তো আপনার শোনা হবেনা। কিন্তু আপনি যে ধরনের মিউজিক পছন্দ করেন সেরকম কোন এ্যালবাম বাজারে এলে নিঃশ্চই কিনতে ভুল করবেন না। যেমন আজ আমি মার্কেটে গিয়েছিলাম পান্জাবী কিনতে। পাশের দোকানে দেখলাম অর্থহীনের নতুন এ্যালবাম "অসম্পপ্ত" রিলিজ হয়েছে। আর দেরি করিনি। কিনে ফেললাম। বাসায় এসে শুনেছি। ভাল লেগেছে এ্যালবামটা।
কিন্তু প্যাথেডিক ব্যপারটা তখনই জন্ম নেবে যখন ঐ এ্যালবামটা বিশেষ কিছু ওয়েব সাইটে পাওয়া যাবে একেবারে ফ্রিতে। এরমক সাইটগুলোর মধ্যে মাই বাংলা মিউজিক ডট কম এবং পোলাপাইন ডট কম বিশেষ ভাবে জনপ্রিয়। সাইটগুলোর মালিকেরা এই কর্ম সাধন করে বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রির কি পরিমান ক্ষতি করছে তা হয়তো সাধারন ভাবে চোখ পরেনা কিংবা উপলব্ধি করা যায়না। এই ক্ষতি কেবল বুঝতে পারেন যারা মিউজিকের সাথে জড়িত।
আজকে প্রতিষ্ঠিত কোন ব্যান্ড কিংবা শিল্পীই বলতে পারবেন না তাদের এ্যালবাম কতগুলো বিক্রি হলো। কারন আমরা যারা নেট থেকে গান ডাউনলোড করে শুনি তারা আবার এই গান বন্ধুদের সিডি কিংবা পেনড্রাইভে করে বিলিয়ে বেড়াই। অথচ এই ঘটনা যোদি না ঘটতো তবে আমি যে বন্ধুকে ঐ এ্যালবামটা দিলাম একটি সিডিতে করে সেই এ্যালবামটা আমার ঐ বন্ধু হয়তো কোন মিউজিক ষ্টোর থেকে কিনতো। ফলে লাভবান হতো ঐ এ্যালবামের শিল্পী, মিউজিক কোম্পানী এবং সরকার পেত রাজস্ব।
আসুন আমরা ইন্টারনেটের ঐসব সাইটগুলোকে বর্জন করি এবং প্রত্যেকে
দোকান থেকে মিউজিকের সিডি কিনে শুনি। একজন মিউজিশিয়ান হিসেবে আমার এই প্রার্থনা সবার তরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



