বিগত শাব্বাথ দিবসে রাইসুর শাগরেদ-দোস্তরা বিনা জাহাজে চন্দ্র গমনের যে মেটাফিজিক্যাল মকশো করেন বাঁচিয়া থাকিলে তাহা জুল ভার্নকে, গুল খাওয়াইয়া দিতো । মাধ্যাকর্ষণ এড়াইয়া, পৃথিবীর মায়া কাটাইবার জন্য তাঁহারা একেকজন নানান অভিনব ফিকির করেন । দড়ি-দড়া, মই, কিছুই বাদ যায় নাই তাঁহাদের এই পটে আঁকা জিয়াফতে ।
(যদি প্রেমের নৌকা পাহাড় ডিঙ্গাইয়া যাইতে পারে, তাহা হইলে আর্টের জাহাজের চন্দ্রে যাইতে বাধা কোথায় ?
তাহা দেখিয়া ও জাহাজের খবরে ব্লগের অনেক নিরেট আদার বেপারিরাও 'চন্দ্রাহত' হইয়া লুনাটিক অ্যাসাইলামে আশ্রয় লইলে খুব আশ্চর্য বোধ করার কিছু থাকিবে না ।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৭ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



