ঢাকায় লোকাল বাস এ চলাফেরা যারা করেন তাদের সবাই তের নাম্বার বাস এর সাথে মোটামুটি পরিচিত । আজিমপুর থেকে সাইন্সল্যাব কিংবা সাইন্সল্যাব থেকে আজিমপুর আসতে আমাকে মাঝে মাঝেই তের নাম্বার বাসে উঠতে হয় । তো ভাড়া নিয়ে কন্ডাক্টর আর যাত্রিদের মাঝে বাকবিতন্ডা এই বাস এর নিয়মিত ঘটনা । এক টাকা ভাড়া নিয়ে পাঁচ মিনিট তর্ক করা এমনকি মাঝে মাঝে হাতাহাতির ঘটনা ও ঘটে । আর একটা হলো এটার সুপার সুপার লোকাল বৈশিষ্ট্য । কোথাও থামলে আর চলতে চায় না । এই নিয়ে ও যাত্রি আর ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাঝে ঝগড়া হয় কিছুদূর পরপরেই । তো এই কয়েকদিন আগে আমি সাইন্সল্যাব থেকে উঠলাম । বরাবর এর মতই কন্ডাক্টর ভাড়া তুলছে । অনেকে আবার বড় নোট থাকলে ভাংতি নেই বলে ভাড়া না দেয়ার ফন্দি করে (হয়ত অনেকের কাছে আসলেই ভাংতি থাকে না, কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয়েছে এটা ইচ্ছের অভাব যে আমি লোকাল বাস এ উঠব আর আমার কাছে ভাংতি নেই)। এক ভদ্রলোক ১০০ টাকার নোট দিয়ে বললেন যে ভাংতি দাও । কন্ডাক্টর বলল যে ভাংতি দেন । তখন ওই লোক বলল যে ভাই তুমি ভাড়া বেশি রাখ কিন্তু আমাকে ১০০ টাকা ভাংতি দাও। তখন কন্ডাক্টর তার ভাড়া রেখে ১০০ টাকা ভাংতি দিলো । তারপর দেখলাম লোকটি নিজে থেকেই কন্ডাক্টর কে টাকা বাড়তি দিলো । কন্ডাক্টর একটু আশ্চর্য হলো এবং বলল যে ভাই টাকা লাগবে না । তারপর ও দেখলাম ওই ভদ্রলোক তাকে জোর করেই টাকা দিলো , বলল ভাই রাখো । এরকম ঘটনা সহজে দেখা যায় না ।
নোট : অনেকদিন ধরেই ভাবছি ব্লগ লিখব । লিখি লিখি করেও আর লেখা হচ্ছিলো না । অবশেষে লিখে ফেললাম দেখে বেশ ভাল লাগছে ।
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




