জীবনের সব স্বপ্নকে যদি এক করি
দেখবো হাতে এসেছে আকাশের তারা
চাঁদ সুরুজ গ্রহ ও তাতে দিয়েছে সাড়া
মিছে সব স্বপ্ন বৃথা এ সবি।
স্বপ্ন জীবন মন একসাথে খুজি সবি
জীবন স্বপ্ন আশা জাগায় মনে ভাষা
আশা আর ভাষা মিলে হয়না চাষা
স্বপ্ন আসে হারিয়ে যায় রয়ে যায় চবি।
স্বপ্ন মনে এঁকে যায় জীবনের অভিলাষ
জীবনের তরে স্বপ্ন যেমন জীবের তরে অন্ন
বাস্তবে জীবন স্বপ্ন হয়ে উঠে বিপন্ন
জীবনের বাঁকে ফিরে দেখি স্বপ্নই পরিহাষ।
স্বপ্ন ছড়ায় রঙ্গিন আশা বুকে বাধি বাসা
রঙ্গিনে রাঙ্গানো আলোতে জলসানো
সুভাষিত হবে মনে হয়না কখনো
স্বপ্ন বহনে নিয়ে আসে জীবনে শুধু হতাশা।
স্বপ্ন এঁকে চলেনা জীবন বাস্তবই সত্য
বাস্তবে কাজ দিবে নাকো লাজ
স্বপ্নকে বাদ তাতেই হবে সাজ
জীবনের বাঁকে প্রতিটি কাজে সংগ্রাম কর নিত্য।.।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



