আমি যখন কম্পউটারের নাম শুনি তখন আমি খুব ছোট । মনে হত ক্যালকুলেটরের বড় ভাই , কেননা লেখাপড়া ও অফিসের কাজে নাকি খুব ভাল সাহায্য করে । যাই হোক, এর অনেকদি পর কম্পউটার হাতের কাছে পাই, আমার মনে হল গল্পের সেই যাদুর বাঙ্ এই কম্পউটার। কি করা যায় না, সব করা যায় তবে জানতে হবে।
আমার 1জন সহকমর্ী আমাকে এই ব্লগের ব্যপারে জানায়. কিন্তু আমার বাংলা টাইপ খুব খারাপ, তাই আগ্রহ পাইনি। কিন্তু ব্লগ দেখার পর মনে হল আমাকে এর সদস্য হতে হবে।
সহকর্মীর থেকে জানতে পারলাম এই ব্লগের সদস্য সংখ্যা 11,000,000(এগারো লক্ষ) । কি বিশাল নেট_ফ্রেন্ডশীপ! সবার অনুভুতি, আবেগ, হতাশা, র্সৃষ্টি সব কিছু বিনিময় হচ্ছে সবার সাথে।
যা হচ্ছে না (আমার মনে হল)
1। কেউ তাদের সমস্যা শেয়ার করছে না । না করার কারণ আমার মত সল্প জ্ঞানের লোকে পক্ষে বোঝা সম্ভব না।তবে 11 লক্ষ মানুষের ভিতর থেকে যেকোন সম্যসার সমাধান আসতে পারে।
2। এখানে কি আমরা 1 জনের প্রয়োজনে দিতে পারিনা কোন রক্তের গ্রূপ, যা পাওয়া যচ্ছে না ।
3। অথবা, কোন চাকুরির খবর যা আমি দিতে পারবো এবং অন্য কারো চাকুরিটা খুব দরকার।
4। আমরা নতুন কোন দেশে গিয়ে সাহায্য পেতে পারি , যদি এই ব্লগের কেউ । ঐ দেশে থাকে এবং সে তা জানতে পারে।
যা করা যায় (যদি সম্ভব হয়)
ব্লগে 1 টি পাতা থাকতে পারে, যেখানে সবাই ক্রমিক নং অনুসারে বিষয় উল্লেখ করে সমস্যা , সুযোগ , আবস্থান, সাহায্য ইত্যাদি লিখা যেতে পারে। এবং ক্রমিক নং অনুসারে সবাই রিপ্লাই দিতে পারবে।
এতে করে সবার বর্তমান অবস্থান অটুট থাকবে ।
আসলে আমার লেখার হাত নেই কিন্ত ব্লগে কিছু লিখতে মন চায় । তাই লিখলাম জানিনা বোকার মত হল কিনা । বাংলা টাইপ আমার অবস্থা ভালো না । বানান ভূুল হলে নিজ গুনে ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৬ রাত ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



