তুমি কি জান
তোমায় আমি কতো ভালোবাসি,
ভালোবেসে তোমার ঠোঁটে
সবসময় দেখতে চাই হাসি ।
তুমি কি বোঝো তোমার মুখ থেকে
ভালোবাসা কথাটি শোনার জন্য
আমি এতোদিন কতোখানি ছটফট করেছি ।
তবুও আজ পর্যন্ত আমার এ সাধ পূর্ণ হয়নি,
তোমার হ্যাঁ না থাকলে হয়তোবা হবেওনা ।
আমার ভালবাসার এই সাদা ক্যানভাসে
হয়তোবা তুলির আঁচড় পড়বে না ।
ফলাফল, দৃশ্যপট পুরোপুরি ফাঁকা ।
যদি আমার এই ক্যানভাসে
রঙের ছোঁয়া দেখতে চাও,
তবে একবার শুধু একবার
মন থেকে হ্যাঁ বলে দাও ।
বিনিময়ে ?? শুধু বিচ্ছেদ বিনা
আমার সাধ ও সাধ্যে যা কুলায়
সবই তোমার,
কথা দিলাম আমি ।
শুধুই তোমার তরে
আমার এই ভালবাসার তরী,
তোমার একটু সম্মতিতে
যেতে পারে কানায় কানায় ভরি ।
তোমার অস্বীকৃতিতে
ভেঙ্গে দুমড়ে-মুচড়ে যাবে মোর এ সাধ,
ভেবে নেব আমি
ভালবাসা, এ যে এক জঘণ্য অপরাধ ।।
(আম্মাআআ) (আম্মাআআ) (আম্মাআআ)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




