সামাজিক রীতি-নীতি-শিষ্ঠাচার এখন যাদুঘরে আধুনিক দল প্রেমী ও মুক্তমনাদের ভীরে।
রাজনৈতিক শিষ্ঠাচার এখন বিতাড়িত রাজনৈতিক দূর্বিত্তায়নের কারনে । এখন সেই বড় রাজনৈতিক নেতা যে যত বেশী গালাগালি করতে পারবে মৃত-মৃতপ্রায় বিরোধীদেরকে।
এখন বিরোধী নেতাকে পাশে বসিয়ে চা ঢেলে দেয়ার ছবির আশা করা বোকামী । কারন সেই সহনশীল আচরন এখন আর পরিবার-সমাজ- রাষ্ট্রের কোথাও না শিখানো হয় না চর্চা করা হয়।
গত একযুগে পরিবারে-সমাজে-দেশে যে পরিবর্তন হয়েছে তা আমাদের উপমহাদেশে গত ১০০ বছরেও হয়নি।
এখন যদি প্রশ্ন করা হয় এর জন্য দায়ী কে ?
তাহলে আংগুল আমাদের দিকেই আসবে ।
হ্যা - ইহাই সত্যি ।
এর জন্য দায়ী দেশের সাধারন মানুষ তথা জনগনই।
আবার যদি প্রশ্ন উত্থাপন করা হয় - দেশের মানুষ ( সাধারণ জনগণ) ই দায়ী কেন?
জবাব, আমি-আপনি -আমরা কেউই আমাদের নিজ নিজ অবস্থান থেকে আমাদের করণীয় কাজ গুলো করছিনা নীতি-নৈতিকতা ভুলে ইচ্ছা কিংবা অনিচ্ছায়। না বড় ছোটকে স্নেহ করছে না ছোট বড়কে মান্য করছে। এখন সবাই সবার অবস্থান থেকে রাজা।
আর তাইতো সমাজের - সামাজিকতার - শিস্টাচারের ক্ষেত্রে এখন এত দুরবস্থা।
====================================================
পূর্ববর্তী পোস্ট -
বর্তমান সময়ে আমরা কি একটি বুদ্ধি প্রতিবন্ধী ও দৃষ্টিশক্তি হীন জাতি বা প্রজন্মে পরিণত হচছি বা হতে যাচছি?(আমজনতার সমসাময়িক ভাবনা - ২) - Click This Link
আমাদের সমাজের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কি ভেঙে পড়ছে ? (আমজনতার সমসাময়িক ভাবনা -১) Click This Link
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৪৭