
বিশ্বাস করবেন কিনা জানিনা বাংলা কিছু ছবি কিংবা গান শুনলে চোখের পানি এখনো আটকে রাখতে পারি না।
মান্নার আম্মাজান ছবিতে মান্নার আম্মাজানকে যখন ডিপজল গুলি করে। তখন মান্না খবরটা শোনার পর আইয়ুব বাচ্চু যে একটা সুরে সুরে একটা টান দেয়। সেই টান শুনলে চোখে পানি এসে পড়ে।
সব থেকে বেশী চোখে এসেছে বাপ্পারাজের মুভি কিংবা গান দেখে। আমার আম্মু বাপ্পারাজকে বলে,"ছ্যাকা কুমার"। -_-
আমি নিজেও এখন পর্যন্ত বাপ্পারাজের যতগুলো মুভি দেখেছি একটি মুভিতেও তার সাথে নায়িকার মিল পাইনি।
হয় মারা যাবে নাহলে দূরে সরে যাবে।
ইদানিং বাপ্পারাজের একটা গান শুনি আর চোখে পানি চলে আসে।
সন্তান যখন শত্রু ছবিতে রাজ্জাকের প্রথম স্ত্রী যখন মারা যায় তখন বাপ্পারাজকে রেখে যায়। রাজ্জাক আবার বিয়ে করে। নতুন মাকে বাপ্পারাজ অসম্ভব ভালোবাসে। নতুন ঘরে জন্ম নেয় ফেরদৌস। ফেরদৌসকে বাপ্পারাজ নিজের ভাইয়ের মতই দেখে।
রাজ্জাক মারা যায় এক সময়।
তারা একত্রিত থাকে। কিছু দুস্ট লোকের প্ররোচনায় ফেরদৌস বদলে যায়।
নিজের মাকে নিয়ে সম্পত্তি ভাগাভাগি করে চলে যায়।
যখন গরুর গাড়ীতে করে ফেরদৌস তার মাকে নিয়ে চলে যায় তখন বাপ্পারাজ গাড়ীর পিছে দৌড়ে দৌড়ে যায় আর
"আমার ভাগ্য বড় আজব যাদুগর, আমার ভাগ্য বড় আজব যাদুগর, ওসে এক নিমিষেই ভেঙ্গে দিল সুখেরই ঘর, আমার ভাগ্য বড় আজব যাদুগর. . . . . ."
এই গানটি গাইতে থাকে। তখন কেন জানি চোখের পানি ধরে রাখতে পারি না। :'(
ছবিটা আমার অনেক প্রিয়।
দেখেছেন কিনা জানিনা। বাট দেখতে পারেন। বলিউড হলিউডের যুগে পুরাতন বাংলা ছবি ভালো লাগবে কিনা জানি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




