বাসে খুব মজা করতে করতে গেলাম।শুধু ১টা জিনিস বাদে,তা হলো, নেত্রকনা থেকে বিরিশিরি যাওয়ার রাস্তা খুবই খারাপ।তারপরেও আমরাতো দমে যাওয়ার ছেলে নই......বিরিশিরি নামলাম তখন বাজে ঠিক ১.১৫মিঃ।প্রথমেই থাকার ব্যবস্থা করতে হয়।খোজ নিয়ে জানতে পারলাম যে কাছেই একটা YMCA রেষ্টহাওজ আছে।দেরি না করে ঐখানে রুম নিয়ে একটু রেষ্ট নিলাম।তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পরলাম ৩টায়।
সমেশ্বরী নদী পারহওয়ার পর গেলাম রানীখং
একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম দুর্গাপু্র দর্শনে।ঐখানে কয়েকটি যায়গা ঘুরে দুপুরে আবার গেলাম সমেশ্বরী নদীর তীরে।এ এক আজব নদী......পাহারী ঢল থেকে সৃষ্টি এই নদী।তাই পাথর,কয়লা আর বালি দিয়ে পূর্ন এই নদী।মানুষ জন হেটেই পার হতে পারে।
প্রকৃতির এক নৈস্বঃগিক স্থান বিরিশিরি..................মনে হয় বেড়িয়ে আসলে মন্দ হবে না.........
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



