তুমি ভালবাসবে বলেছিলে,
কিন্তু শর্ত দিয়েছিলে একটা
আমি তোমার প্রেমে পাগল হয়ে
হাসিমুখে মেনে নিয়েছিলাম সব শর্ত,
ভেবেছিলাম তুমিই আমার সব শর্তের সমাধান।
আমি জানতাম তোমার শর্ত গুলি হতে পারে
প্রথমত: রাস্তাঘাটে দেখা করবে না।
আমি উত্তর দিতাম তোমার দেখানো রাস্তাতেই চলব।
দ্বিতীয়ত: কোন পার্কে নিয়ে যাবে না
আমি বলতাম দরকার নেই,মনের বাগানে
তোমাকে আগেই বসিয়েছি।
তৃতীয়ত:অন্য কারোর দিকে তাকাবে না
আমি বলতাম ,আমি তোমার প্রেমেই অন্ধ।
চতুর্থত: মদ্যপান করবে না
আমি বলতাম মাতাল অনেক আগেই
হয়েছি তোমার ঐ রুপে
পঞ্চমত: আমার স্বাধিনতায় হস্তক্ষেপ করবে না
তখন আমি বলবো তোমার স্বধীনতায় হস্তক্ষেপ না করলে
আমার স্বাধীনতা থাকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



