আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে এবারের ওয়ার্ল্ডকাপের আরেকটি জমজমাট লড়াই । পাওয়ার, গতিময় ও টোটাল ফুটবলের ধারক নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে মেক্সিকো । শক্তি ও সামর্থ্যে কেউ কারো থেকে কম নয় । নেদারল্যান্ডসের যেমন আছে রোবেন, ফন পার্সির গতিময় কুশলী স্ট্রাইকার, মেক্সিকোর আছে অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল মার্কেজ ও ‘চিনের প্রাচীর’ খ্যাত গোলকিপার ওচোয়া । ফলে রোবেন- ফনপার্সিদের যে আজ মেক্সিকোর জালে বল পাঠাতে অনেক ঘাম ঝরাতে হবে— এ কথা বলার অপেক্ষা রাখে না ।
প্রথম ম্যাচে তারকাখচিত স্পেনকে ৫-১ কে উড়িয়ে দিয়ে নেদারল্যান্ডস এবার জানান দিয়ে দিয়েছে যে, গতবার শিরোপার খুব কাছে গিয়ে হাতছাড়া হলেও এবার সেটাকে চাইয়ে চাই । সবুজ মাঠে দাঁড়িয়ে সোনালি ট্রফিটাকে উঁচিয়ে ধরার স্বপ্নে বিভোর পুরো টিম । রোবেন, স্নেইডার, দে জং, ফন পার্সিরা সে স্বপ্ন পূরণে দুর্বার গতিতেই এগিয়ে চলছে ।
অন্যদিকে মেক্সিকোও ছেড়ে কথা বলবে না । গ্রুপপর্বে অপরাজিত ছিল তারা । দলে রয়েছে ডস-সান্তোস, হ্যাভিয়ের হার্নান্দেজের মত প্রতিভাবান তরুণ স্ট্রাইকার । আজ যদি তারা নেদারল্যান্ডসের বিদায়-ঘন্টা বাজিয়ে দেয় ; অবাক হবে না ফুটবল-বিশ্ব ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


