তোমাকে নিউটনের তৃতীয় সূত্রটি বুঝাতে চাই।
বুঝাতে চাই , আমি যদি তোমার চোখে তাকাই ,
তোমারও উচিত আমার চোখে তাকানো ।
বুঝাতে চাই ,আমি তোমাকে ভালোবাসি ,
আর তাই এসো , আমাকেউ তুমি ভালোবাসো ।
কিন্তু তুমি সেটা কখনই করো না ।
কখনই তুমি নিউটনের সূত্রটি বুঝতে চাও না।
নাকি ভেবে নেব ,
সূত্রটি ভুল ছিল ।
তুমি হয়তো একদিন আমাকে তাই ভাবাবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




