আমি ব্লগ লিখি না, জানিনা লিখা টা কেমন হবে, তাও লিখালিখি করার শখ আমার বহুদিন এর । এইতো কিছুদিন আগে নানুবাড়ি (বগুড়া শহর) ঘুরে এলাম প্রায় ২ বছর পর। আমার জন্যে ঢাকা থেকে দূরে যেকোনো জায়গায় যাওয়ার সবচেয়ে মজার পার্ট টা থাকে বাস ভ্রমন। এবার ও তার ব্যাতিক্রম ঘটলো না। আব্বু কে আগেই বলে দিসিলাম বাস এর সামনের সিট এর টিকিট কাটার কথা, তাতে করে রাস্তার পাশের সিনারি যেমন দেখা যাবে, সামনের টাও দেখা যাবে। বাংলাদেশের সবচাইতে সুন্দর সিনারি মনে হয় হাইওয়ে , স্পেশালি যমুনা সেতু ও তার আশপাশের সিনারি (আমার কাছে)। যমুনা সেতু এত ভালো লাগার আর ১টা কারন যেটা হইতেসে, আব্বুর সরকারি চাকরীর কারনে ২.৫ বছর (ক্লাস ৭,৮,৯) সিরাজগন্জ এ থাকা হয়েছে। তো যাই হোক বাস এ যাওয়ার সময় মনে করে হেডফোন টি নিয়ে গেলাম। তারপর শুরু হলো আমার সবচাইতে ভালোলাগার জার্নি। নন্দন পার্ক, টাংগাইল, যমুনা রিসোর্ট, যমুনা সেতু, সিরাজগন্জ, আমার পুরোন স্মৃতি, অ্যারিস্টোক্র্যাট রেস্টুরেন্ট, ফুডভিলেজ হোটেল, বগুড়া পর্যটন মটেল এর সুন্দরতম সিনারি গুলো উপভোগ করে শেষমেস পৌছাইলাম বগুড়ার ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এ। সুন্দর বাংলাদেশ এর সুন্দর একটি জায়গায়, নেমেই দেখলাম ছোটো চাচা হাসিমুখে দাড়িয়ে আছেন। যেই হাসির মাঝে নেই কোনো কৃত্রিমতা, আমার বগুড়ার মানুষ

সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




