সোনারগাঁও এর জাদুঘর ও পানাম নগরী তে কয়েকজন মিলে যাওয়া হল সেদিন। সেখানকার কিছু ছবি আমার এই ব্লগটিতে থাকছে। আগেই বলে রাখি, ছবিগুলা আমি তুলি নাই, আমার ক্লাসমেট বন্ধু আসিফ মুভি পাগলা ,নাবিদ, হায়দার ও অন্যান্যদের তোলা। আমি শুধু তার মাঝে আমার পছন্দের কিছু ছবি স্লাইডলি এডিট করে দিলাম

১০১ ঘর বিশিষ্ট একটি পুরান বাড়ি, পানাম নগরী

সেই বাড়িটিতেই

আসিফ মুভি পাগলা এখন গাছের ডালে

ফটোগ্রাফি নিয়া এক্সপেরিমেন্ট -by asif

outside of museum

আহেম... আমার এডিটিং নিয়া একটু এক্সপেরিমেন্ট
সোনারগাঁও এর প্রেমের তাজমহলের কথা অনেক শুনেছি। কিন্তু গেলাম না, সেটা নাকি typical বাংলা ছিনেমার শুটিংস্পট
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




