ক্রমেই একটা অন্ধকার চারদিক থেকে যেন ঘিরে ধরছে। ১/১১ এর পরও আমাদের রাজনিতির এমন দুর্গতি হবে; ভাবাও কঠিন। প্রবাসে ২নং নাগরিক হয়ে বসবাস করি। মন চায় দেশে চলে যেতে। আশায় বুক বাধি। দেশটা ভাল হবে। বিদেশে আর থাকবনা। এবার দেশে যাব। কিন্তু সাম্প্রতিক ঘটনায় মনে হয় দেশের মাটিতে কবর পাওয়ার ভাগ্য নিয়েও জন্মাইনি। সরকারের কথা আর কাজ বিপরিত গন্তব্যে। ভারতের সবকটি চাহিদা পূরণ করে শুধু আশ্বাস কিনে বরফ গোলানোর এ তত্ব সরকার কোথায় পেল, বুঝিনা। যারা এ পর্যন্ত একটি চুক্তিও মানেনি/বাস্তবায়ন করেনি, তাদের আশ্বাসে আস্থা রাখা যায় কিভাবে? ভারত আমাদের শত্রু নয় বন্ধু। এটা আমাদের ভাবতে ভাল লাগে। কিন্তু ফারাক্কা, প্রায় প্রতিদিন সিমান্তে গুলি করে আমাদের ভাইদেরকে খুন করা আর ফেনসিডিল/ভেজাল মাল দিয়ে বাংলাদেশেক সয়লাব করার মাধ্যমে কোন ধরনের বন্ধুত্ব প্রকাশ পাচ্ছে?
রাজশাহির ঘটনায় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রীর যা বক্তব্য, দেশকে চুড়ান্ত সংঘাতের দিকে ঠেলে দিতে আর তো কোন কিছুর প্রয়োজন নেই। এক ঘটনায় মাননীয় মন্ত্রী বল্লেন এমন হতেই পারে। আরেক ঘটনায় দেশজুড়ে চিরুনি অভিজান। আমরা সাধারণ মানূষ মহা আতংকে পড়েছি। দেশটা যাচ্ছে কোন দিকে?
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



