নারী। তুমি মা। চোখ খুলে পুরুষ প্রথম যাঁকে দেখে, সে তুমি (আমার সব কথা পুরুষ কেন্দ্রিক, কখনো নারী ছিলামনা বলে নারী-ভাবনার সাথে সম্পূর্ণ অপরিচিত)। তোমার পরম মমতায় বেড়ে উঠে পুরুষ। তোমার ভাষায় কথা বলে পরিচিতি পায় সে।
নারী। তুমি বোন। তোমার কথা কি বলবো। তোমার আদর পৃথিবীর প্রতিটি ভাই এর পরম সম্পদ। তুমি না হলে জীবন পূর্ণতা পায়না।
নারী। তুমি ভালবাসা। তোমার ভালভাসার সামনে আগুনের ছোয়ায় মোমের মত, রোদের ছোয়ায় বরফের মত নিংশেষ হয়ে যায় সে। ফুলের মধ্যে গন্ধের মত তুমি তার মাঝে অবস্থান করছো। তোমার বিরহে পুরুষমনন কিভাবে নিষ্পেষিত হয়; বিরহকাতর কাউকে দেখে তুমি বুঝে নিও। এটা বুঝাবার সাধ্য কারো নেই।
অসীম সুন্দর তুমি। তোমার সুন্দরের কোনটিই তোমার সৃষ্টি নয়। যেন তোমার সুন্দর চীর অটুট, যেন চীর অম্লান থাকে, সে জন্য তোমার সুন্দরের স্রষ্টা যিনি তার কাছে তোমার অধীকার জেনে নাও। প্লীজ। তোমাকে ভালবাসী বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



