আগামী বৈশাখ
তুমি বিদ্যুৎময় হবে
তুমি জলমগ্ন হবে
রান্নাঘর তোমার গ্যাসীয় সুঘ্রানে
মৌতাত হবে
সে প্রত্যাশায় . . . . .
বৈশাখ আমার দুয়ারে তোমাকে স্বাগতম।
যত মিথ্যা, অভিনয়, অত্যাচার
যত হিংসা, প্রতিশোধস্পৃহা, অবিচার
দূর হোক, মুছে যাক
শুধু . .
সত্য, ভালবাসা, শ্রদ্ধা, সহনিয়া
থেকে যাক, থেকে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



