বিদ্যুতের যাওয়া আসার খেলার সাথে সবাই কমবেশি পরিচিত। আমিও বাংলাদেশে থাকি, ঢাকা শহরের মিরপুরে; সকাল ১০টা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত এক ঘন্টা পরপর কারেন্টের যাওয়া আসার খেলা আমাকেও প্রতিদিন উপভোগ করতে হয়
যাই হোক, আমার ডুয়েল কোর কম্পিউটার আর ১৯ ইঞ্চি স্যামসাং এলসিডি মনিটরের সাথে ১টা ইউপিএস লাগানো আছে। কারেন্টের ঘন্টাব্যাপী যাওয়া আসা খেলাতে পিপ-পিপ বাঁশি বাজিয়ে সে মাত্র ৫মিনিট অংশ নিতে পারে
সামুতেই মনে হয় পড়েছিলাম যে অনেকেই নাকি পিসির জন্য আইপিএস বানিয়ে নিয়েছেন বা কিনেছেন যেগুলা নাকি ২-২.৫ ঘন্টার উপরে ব্যাকাপ দেয়। সাথে নাকি ১টা লাইট ১টা ফ্যানও লাগানো যায়। আমার লাইট ফ্যানের জন্য আইপিএস আছে কিন্তু কম্পিউটারের জন্য নাই। তাই কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ করে ফ্যানের বাতাস খাই
দয়া করে আপনাদের কারও কাছে যদি খোঁজ থাকে যে কোথা থেকে এই ধরনের শুধুমাত্র কম্পিউটার চালানোর জন্য আইপিএস রেডিমেড পাওয়া যাবে অথবা বানিয়ে নেওয়া যাবে, তাহলে কৃতজ্ঞ হতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




