রোববার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ পদত্যাগের ঘোষণা দিয়ে চাং বলেন, আমি আরও আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়াই আমার কাছে প্রধান বিবেচ্য ছিল এবং আমি মনে করেছি ছেড়ে যাওয়ার আগে নিজের এ দায়িত্বটুকু পালন করতে।
তিনি বলেন, এখন আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, তবে এটা প্রশাসনকে কোনো বেকায়দায় ফেলার জন্য নয়।
চাং বলেন, এই প্রেক্ষিতে পদত্যাগ করার সিদ্ধান্তই সবচেয়ে বেশি যৌক্তিক।
====================
মিনিমাম সভ্য তো এদেরই বলে। সরাসরি নিজের নয় অথচ তারই সরকারি পরিচালনাধীনে এই দুর্ঘটনাকেও নিজের ব্যর্থতা বলে মেনে নিয়েছেন অবলিলায়।
আর আমাদের?
সীমাহীন দুর্নীতি! খবর ছাপালে পত্রিকা বন্ধ! টিভি বন্ধ!!আলোচকের গাড়ীতে গুলি/আগুন!!! শক্তির মদমত্ততা সর্বত্র!!!!!!!
পদ্মা সেতুর দূর্নীতি বিশ্ব্য ব্যাপি আলোচিত, বিশ্বব্যাংকের সহায়তা প্রত্যাহার! তারপরও দায় নেই কারো- উল্টো বিশ্বব্যাংককে দুইহাত দেখে নেয় পারলে!!!!!!!!!!!
হলমার্ক, শেয়ার বাজার, বাজার সিন্ডিকেট, কুইক রেন্টাল, রানা প্লাজা!!!!
একদিন শত- হাজার.. মৃত্যু! প্রতিদিনের হত্য, গুম খুনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর!!!
আমরাদের ভূমি ব্যবহার করে ভিন্ন দেশ সুবিধা নিচ্চে। চুক্তি মতো যৌক্তিক ভাড়া চাওয়ার ক্ষেত্রে আবার ! তাদের ভব্যতা বোধ টনটনে!!
ভাড়া চাইলে নাকি অসভ্যতা হয়ে যাবে!!
আমার ভুলে পরিমাণ এত বেশি যে ক্ষমতা থেকে সরে গেলে পিঠ বাঁচানো দায়। আর তাই আরো বেশী স্বেচ্ছাচার আর স্বৈরাচারের দিকে যাচ্ছে নিত্য বোধহীনতা!!!!!
অথচ দায় স্বাীকার করে পদত্যাগের চিন্তাও মনে হয় স্বপ্নেও আনেনা!!!!!
আমরা কবে সভ্য হবো????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


