পথিক ভেবে হারিয়ে ফেলেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমার শৈশব এবং কৈশোরের কিছুটা সময় গ্রামেকেটেছে। যা আমার জীবনে এক গুরুত্বর্পূণ সময় ছিল।এইসময় আমি আমার পরিবেশ থেকে অনকে কিছু শিখতে পেরেছি যেমন নিজের সর্ম্পকে জানতে ,কার সাথে মিশবো কার সাথে মিশবো না অথবা বড়দরে সাথে কম মিশতে হবে ,সব সময খলো করা যাবে না, যখন তখন না বলেবের হওয়া যাবে না ইত্যাদি সব কিছু আমার তখনকার বিষয় ছিল।যা একটা সময় আমার মনের উপর প্রভাব ফেলে।আমি কোন ভাবেই এটা মানতে পারছি না যে আমার কেন এত বিষয় মানতে হবে । আমার সমবয়সীরা তো আমার মত এত কথা মানে না গ্রামে সবাই স্বাধীনভাবে চলা ফেরা করে । তাহলে আমি কেন এভাবে চলব? এই সময়টা আমি পড়াশোনা ছাড়া অন্য কিছুই করতাম না ,খেলাধূলা,বুন্ধদরে সাথে গল্প করা প্রভৃতি কিছুই না । তবে সবাইকে ফাঁকি দিয়ে রাতে বসে ছবি আঁকতাম।ছবি আঁকার কারণ ছিল । এই সময়টা কারোর সাথে মিশতে ভাল লাগতো না । স্কুল শেষে বাড়িতে ফিরে খাবার খেয়ে বিকাল বেলা বের হতাম গ্রামের পথে । বিকালটা পথের ধারে বসেই কাঠিয়ে দিতাম । কখনো চারপাশের পরিবেশ দেখে কেটে যেতো সময় আবার কখনো আকাশ দেখে তার রঙের খেলা দেখতাম । ভাল লাগতো মেঘের ছবি দেখতে । গোধূলি বিকালটা মাঝেমাঝে মনে হত কেউ যেনো নিজের হাতে সাজিয়ে রেখেছে। পথের ধারে বের হলে আমি কখনোই কাউকে সাথে নিতাম না । যদি কোন দিন সাথে নিতাম তবে তার সাথে কথা বলতাাম না। মনে হত কথা বললে যদি আমার আপন পরিবেশটা নষ্ট হয়ে যায়। আজ কেন জানি বার বার সেই ফেলে আসা স্মৃতির কথা মনে পড়ছে। ঢাকা শহরের যান্ত্রিক জীবনটা আমার অনেককিছু কেড়ে নিয়েছে। নিয়েছে আমার আপন পরিবেশ। যার জন্য আমি সারা ক্ষণ অপেক্ষায় থাকি কখন ফিরব আমার সেই পথের ধারে । যার প্রতিটি ধূলিকণার সাথে আমি পরিচিত। যাকে নিয়ে ছিল ভাল লাগার একমাত্র উৎস । হারিয়েছি সব হারিয়েছি এখন আর রাত জেগে ছবি আঁকি না ,মেঘ দেখে ভাল লাগে না। মনের মাঝে বারবার প্রশ্ন জাগে । আমি কি কখনো ফিরতে পারব আমার সেই চিরচেনা পথে , আপন করে নিবে কি আমায় । নাকি পথিক ভেবে হারিয়ে ফেলেছে , দূরের পথিক ভেবে মনেই রাখিনি ।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
নিজামী, মুজাহিদ, বেগম জিয়াও বিজয় দিবস পালন করেছিলো!!

মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে;... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার থেকে

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।