বাংলাদেশে জনসংখ্যার বিস্ফোরন নিয়ে আমাদের সব উচ্ছাসের(!) মাঝে জল ঢেলে দিল যে থিওরি, নাম তার ১৪ কোটি ২৩ লাখ। অবস্থা দেখে মনে হয়, এ জাতির স্বপ্ন ছিল এই দেশ একদিন শুধু মানুষ আর মানুষ দিয়ে ভরিয়ে দেবে। যে দিকেই তাকাবেন আপনি, শুধু মানুষ আর মানুষ। এবং সে লক্ষে বাঙালি নিরলস কাজও করে যাচ্ছিল। আর এখন শুনি জনসংখ্যা বৃদ্ধি ১০ বছরে মাত্র ১.৮ কোটি। সারা জীবন অংক করে আসলাম ৫০%, ৭০% বৃদ্ধি/লাভ আর এইখানে কিনা বছরে বৃদ্ধি মাত্র ১.৩৪%। জাতির এই পারফর্মেন্সে আমি পুরাই হতাশ। তবে দুষ্ট লোকেরা বলে অন্য কথা। তারা বলে এই আদম শুমারিতে আদমের সংখ্যায় নাকি ঘাপলা আছে।
তয় এসব দুষ্ট লোকের কথা বাদ দিয়ে আসেন নিজের কথায় আসি।
১৬ তারিখ শনিবার আদম শুমারি-২০১১ এর প্রাথমিক রেজাল্ট বের হবার পর নিজের মাঝে বেশ উচ্ছাস টের পাইলাম। মনে হইল যেন পরীক্ষার রেজাল্ট বের হইছে। পরীক্ষার রেজাল্টের পর নাম্বার জানতে যেমন মন চায় আমারও তেমনি মন চাইল আমি এই ১৪ কোটি ২৩ লাখ আদম সন্তানের মাঝে একজন আছি কিনা। আমি থাকি ঢাকায় আর আমার দেশের বাড়ি অন্য আরেক জেলায় যেখানে বাবা মা থাকেন। সন্ধ্যার দিকে খবর দেখার পর সাথে সাথে মা'কে ফোন দিলাম। মা'র কথা শুনে মনটা বড়ই বিষাদ হয়ে গেল। মা বললেন 'কই কোন আদম শুমারির লোক টোক তো আসেনাই বাড়িতে'।
হতাশ না হয়ে বড় ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া থাকেন কুমিল্লা শহরে। সেই একই অবস্থা। ওনার বাসাতেও কোন সরকারি লোক যায়নাই আদম শুমারির জন্য।
এইবার একটু তাড়াহুড়া করে ইসহাক ভাইয়াকে ফোন দিলাম। উনি থাকেন গাজীপুরে। মজার ঘটনা হচ্ছে ওখানেও কো আদম শুমারির লোক জন যাননি।
আমি ঘটনাটা একটু এনালাইসিস করার ট্রাই করলাম 'সম্ভবত আদম শুমারির জন্য মানুষের বাড়ি বাড়ি যাবার নিয়ম নাই'। কিন্তু জনগনের কাছে শুনলাম অন্য কথা। তারপর মনে পড়ল, এই রিপোর্ট প্রকাশের সংবাদ সম্মেলনেই কয়েকজন টিভি সাংবাদিক সরাসরি দাড়িয়ে বলেছেন যে ওনাদের বাড়িতেই আদম শুমারির লোক যায়নি।
এতক্ষণে আপনারা নিশ্চই বুঝে ফেলেছেন, আমার নিজের বাসাতেও যেখানে আমি থাকি সেখানে আদম শুমারির কোন লোকজন আসেননি।
ভাই আপনার বাসায় গেছে আশা করি। যাক, আপনি তাইলে এই ১৪ কোটি ২৩ লাখের মধ্যে একজন আছেন! আপনাকে অভিনন্দন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১১ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



