তবু মনে হয় এ যেন গো কিছু নয়...
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়
তোমার কাজল চোখে যে গভীর ছায়া কেঁপে ওঠে ঐ
তোমার অধরে ওগো যে হাসির মধুমায়া ফোটে ঐ
তারা এই অভিমান বোঝেনা আমার
বলে তুমি তো আমায় ভালবেসেছ
শুধু আমার গোপন ব্যথা কেঁদে কেঁদে কয়
কেন আরও ভালবেসে যেতে পারে না হৃদয়
গানটার মধ্যে মন খারাপ করা একটা ব্যাপার আছে, তাই না? আগে গানগুলোর কথাগুলো এভাবে জীবনের এক একটা মানে হয়ে যেত না। আগে বুঝতাম না গানটার নিগুঢ় মানে। এখন বুঝি- নিজে তো কবিতা লিখতে পারি না- তাই এই সব গানের কথা কাজে লাগাই।
স্বরলিপি আমি আগেও লিখি নি
এখনও লিখি না তাই
মুখে মুখে ফেরা মানুষের গানে
শুধু তোমাকেই চাই।
তুমি অনেক ভালো তা কি তুমি জানো? সবসময় আমিই ঝগড়া করি, আমিই দোষ করি - তবু ঝগড়া করি, ভুল বুঝি। তবু তুমি হাসি মুখে সব বোঝাও। অনেক বিরক্ত লাগে নিশ্চই।
আমার না পরে অনেক খারাপ লাগে, কিন্তু কেন যে তবু এমন করি বুঝি না। প্রতিবার ভাবি, আর ঝগড়া করব না, আর ভুল বুঝব না। তারপরও ----
আসলে তোমার অনেক ব্যস্ততা আর আমার অনেকটা অবসর। মাঝে মাঝে খুব একা একা লাগে। তাই থেকেই এতো উল্টোপাল্টা করি। তুমি কোন মেয়ের সাথে কথা বললে যদি তা কাজের জন্যও হয়, তাও মাইন্ড করি। কি স্টুপিড একটা কাজ। আসলে প্রতিদিন তোমার কাছে আমার জন্য কিছু সময় পেতে ইচ্ছে করে। কিন্তু যখন পাই না তখন মন খারাপ হয়ে যায়। সেটাই ঝগড়া হয়ে প্রকাশ পায় অন্য কোন বিষয়ে। যত ফেইক, স্টুপিড বিষয়ই হোক না কেন। এটা খারাপ আমি জানি। আমিই আরও বিরক্তিকর হয়ে যাই এতে। যা হারানোর আমিই হারাই। তাই আজ ব্লগে লিখছি, আমি যে সরি তা যেন তুমি বোঝ। সত্যি যখন প্রতিবার ঝগড়া করে শেষ করি তখন আমার এই গানটা মনে হয়, আমি তো তোমাকে এত্তো ভালবাসি - তাও কেন তোমাকে কষ্ট দিই। তোমাকে কষ্ট দিলে নিজে আরও হাজার গুন বেশি কষ্ট পাই। আজ তো আমার অনেক জ্বর এসে গিয়েছিল, সত্যি। আমি তোমাকে অনেক অ-নে-ক ভালবাসি।
- মেয়েটা
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০০৭ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




