মেয়েটা: বুঝি তো, কিন্তু কি করব? তুমি তো সবসময় ব্যস্তই থাক। হয় ঘুমাও নয় কাজ করো। তোমার কি কোন অবসর আছে নাকি যে আমি ঐ সময় ফোন করব?
পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে।
কইলে কথা ক্লান্তকন্ঠে - করুন চক্ষু মেলে -
‘তৃষাকাতর পান্থ আমি।’ শুনে চমকে উঠে
জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে।
মর্মরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে -
বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লীপথের বাঁকে।
যখন তুমি শুধালে নাম পেলেম বড়ো লাজ -
তোমার মনে থাকার মতো করেছি কোন্ কাজ!
তোমায় দিতে পেরেছিলাম একটু তৃষার জল,
এই কথাটি আমার মনে রহিল সম্বল।
কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি,
তেমনি কাঁপে নিমের পাতা- আমি বসেই থাকি।
কুয়ার ধারে
- রবীন্দ্রনাথ ঠাকুর
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৭ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




