কিছুই তোমার যায় আসে না এই সবে
রাগ ভাঙানো শিখবে তুমি আর কবে
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
মাঝে মাঝে হতেই পারে রাগ আমার
ভালবাসায় মান অভিমান থাকবেই
তুমি কেন আমার কথা না ভেবে
নিজের জেদটা আকড়ে ধরে থাকবে?
একটু বদল হবে তুমি আর কবে?
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
তোমার কোন হয় না যে রাগ এমন তো নয়
সে রোগেরও ওষুধের আছে জেনেছ কি?
রাগটা কেবল বুঝে নিয়ে এই আমি
কেমন করে ভাঙাই সে রাগ ভেবেছ কি?
এমন করে রাগ ভাঙাবে আর কবে?
কবে যাবে রাগ ভাঙানোর মক্তবে
তোমার সবই ভালো, ভালো না শুধু একটা জিনিস - আমি যদি রাগ করি, তুমিও রাগ করে নয়ত অভিমান করে নয়ত জেদ করে বসে থাকো!!! মাঝে মাঝে তো একদম অসহ্য, এদিকে আমি রাগ করছি, আর ওদিকে তুমি আমাকে চেতায় যাচ্ছো!!!

কখনও তো ইচ্ছেও করে কেউ আমার রাগ ভাঙাবে, ভালবাসা দিয়ে? কি হয় রাগ ভাঙালে? সরিও তো বলতে হয় না। একটু ভালবেসে আই লাভ ইউ বললেও তো এমনিই রাগ পড়ে যেতো!
আমি নিজেই রাগ করি - পরে দেখি সব উল্টা পুল্টা হয়ে গেছে, সব ছেড়ে তখন কেদে তোমার কাছেই ছুটি... রাগ ভাঙাতে... আহা কবে যে আমার এই আশাটা পূরন হবে। তুমিও একটু রোমান্টিক হবে!!!
(দুষ্টুহাসি) - মেয়েটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




