কি সারাদিন কাজ আর কাজ, আমার জন্য সময় নেই
অনেক সময় মোহ কাজ করে, ভাবে ভালবাসা বুঝি, কিন্তু পরে দেখা যায় নিছক আকর্ষন (infatuation) যা কয়দিন পর কেটে যায়। আর কখনও এক তরফা ভালবাসা! যে একাই ভালবাসে... তার জীবনটা জ্বলে পুড়ে নি:শেষ হয়।।
সত্যিকার ভালবাসা দেখেছি, আবার এই সব খেয়ালীপনাও দেখেছি - তাই ভালবাসা থেকে দূরে থাকতে চেয়েছি সবসময়! কিন্তু কি অদ্ভুতভাবে আমিই ধরা পড়লাম এই ভালবাসার ইন্দ্রজালে। চিনলাম নতুন করে - ভালবাসা কাকে বলে?
সত্যিকার ভালবাসা মানুষকে বদলে দেয়। প্রিয়জনের জন্য চেন্জ হতে হয়, হতে ভাললাগে। সত্যিকার ভালবাসা সুন্দর - হ্যা ঝগড়া হতে পারে, মতের অমিল হতে পারে - কিন্তু আবার মিটমাট, কারন মিস টিস করে দুজনের মন ভার!
কেউ যদি সত্যি ভালবাসে - তবে প্রিয়জনের প্রিয় জিনিসটি তারও ভাললাগে, আর যদি কোন বিষয় প্রিয়জনের কষ্টের কারন হয়, তা এমনিই আর করতে ইচ্ছে করে না!
চিনিনা জানিনা, হঠাৎ তার সাথে পরিচয়, প্রণয়, পরিনয় - সারাজীবনের জন্য তার সাথে থাকা, কেমন করে তা হয়? ভালবাসার কারনে। আর ভালবাসা পরিপূর্নতা পায় ত্যাগের মাধ্যমে। মাতৃত্ব সবচাইতে বড় ভালবাসা - কেন জানেন, মায়ের ত্যাগের কারনে। এটা না থাকলে ভালবাসা খাটি হয় না। কিন্তু এই ত্যাগে কষ্ট হয় না। তার যদি >:p এই আইকনে এলার্জি থাকে, নিজের কোন পছন্দসই খাবারে এলার্জি থাকে, তবে বাদ দিতে খারাপ লাগে না। যদি তার কোন বিশেষ প্রসংগ নিয়ে কথা বলতে এলার্জি থাকে, তাকে আমি চেতাব কেন তা বলে বলে? এমনিই তা আর বলা হবে না, তাকে কষ্ট দিয়ে যে নিজে আরও বেশি কষ্ট পাবো, আর ঝগড়া-ঝাটি শুধু মধুর মূহুর্তগুলো থেকে দূরে সরিয়ে দেয়। বঞ্চিত করে।
যে ভালবাসতে পারে নিজের ইগো, অহংকার সব ছুড়ে ফেলে দিয়ে - সে কিছুই হারায় না, বরং পায়। ভালবাসা সত্যিই সুন্দর, যে পেয়েছে সে জানে।।।
আর পেতে কার না ভাললাগে?
- মেয়েটা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




