শ্লীল ও অশ্লীল দুয়ের বেশ ফারাক,
যেন উত্তর-দক্ষিণ মেরু।
সুশীল মানেই শ্লীল রক্ষার ঠিকাদার;
নগ্ন দেহে আদিমতা দোল খায়
রক্তের বেগে প্রশ্বাবন ঘটায় কখনও কখনও।
আমিও কম যাই না, তবুও তাদের বিপরীত।
রক্তচোষার নগ্ন আস্ফালনে পিষ্ট
মজুরের হাত জোঁখের আভরন খুলে যদি
নগ্ন করে ফিনকি দেওয়া রক্ত,
নগ্নতাই সৌন্দর্য, নগ্নতাই কাম্য।
কিশোরের ধুলি মাখা নগ্ন দেহ,
ফুটিয়ে তোলে দেশ মাতৃকাকে,
বাক্কাসের রথে চড়ে
ফিরে যাই পাথরে চাপা শৈশবে;
টনটন করে বুকের ভিতর বাজে
বিচ্ছিন্নতার মায় কান্না,
নগ্নতাই সৌন্দর্য, নগ্নতাই কাম্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



