এবার আশঙ্কাজনক এস.এস.সি পরীক্ষার ফলাফলে আপনার ভাবনা কি?
এবার এস.এস.সি পরীক্ষার ফলাফলে সকলে যার পর নেই খুশি। বিশেষ করে রাজশাহী বোর্ডের ফলাফল সবার শীর্ষে। এক মিষ্টির দোকানীরা তো কল্পনা্ই করতে পারেন নি যে তাদের বিক্রি এত হবে। একজন বিক্রি করতে করতে শেষ পর্যন- নিজের মেয়ের পাশের মিষ্টিই অন্যকে খাওয়াতে পারে নাই। শিক্ষা মন্ত্রী তো খুশিতে গদগদ। কারন এ হচ্ছে তাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অন্যতম সাফল্য। কিন' এ সাফল্যের পিছনে যে কি ঘৃণ্য উদ্যোগ কাজ করেছে তার খবর কি সবাই জানেন? অনেকেই হয়ত মনে করবেন এমন সাফল্যের পিছনে ষড়যন্ত্র খোঁজাটাই এক ঘৃণ্য কাজ। কিন' তাদেরকে অনুরোধ করছি বিষয়টি খতিয়ে দেখতে। এসবের পিছনে শিক্ষার্থীদের মেধা নয় কাজ করেছে বোর্ড চেয়ারম্যানের নির্দেশনা। তিনি খাতা মূল্যায়নকারীদের নির্দেশ দেন পাশের হার কমপক্ষে ৮০% করার জন্য। এজন্য নির্দেশনা দেওয়া হয় গণিতে বা ইংরেজীতে কেউ কমপক্ষে ৪০এর উত্তর লিখলে ভুল হোক আর ঠিক হোক সে পাশ। কেউ যদি কোন গ্রেডের বেশী নম্বর পায় তাহলে সে পরবর্তী গ্রেডে উর্ত্তীণ হবে। অর্থাৎ কেউ যদি ৭২ পায় তবে সে ৮০ পাবে। এমন কি বলা হয়েছিল কেউ না লিখলেও প্রয়োজনে শিক্ষক নিজে লিখে হলেও পাশ করাতে হবে। আর বেশী নম্বর দেওয়ার কথা তো বলাই বাহুল্য। এবার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রেও এমন নির্দেশনা এসছে। শিক্ষার ক্ষেত্রে সকল বৈষম্য সঙ্কট দুর করে শিক্ষার অনুকুল পরিবেশ নিশ্চিত না করে এভাবে লোক দেখানো পাশ করানো শিক্ষার মান কি বৃদ্ধি করবে নাকি জাতিকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিচ্ছে??????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



