
আজ আমি তীব্র দহনে জীবন্ত অঙ্গার,
আজ আমি পোড়াব প্রতিটি শব্দ,
প্রতিটি রক্ত কণিকা,
প্রতিটি ভেজা সকাল,
প্রতিটি পাখির শিষ,
প্রতিটি ভাস্কর্য,
প্রতিটি অমোঘ জীবন।
আমার অনলে জ্বলবে কাদাকাদা মেঘ,
নিষ্প্রাণ গমের ক্ষেত,
ইটের ভাটা,
শহুরে বস্তি,
কবির কাঁধের ঝোলা,
বৃদ্ধার তসবী।
আমি হারিয়ে যাব,
ধুলি করে দিয়ে যাব সব।
গেরস্তের গোয়াল থেকে
জেলের খুটের বিড়ি,
বিজ্ঞানীর টেলিস্কোপ থেকে
টোকাইয়ের ছেড়া কাগজ
সব মাথা নুয়াবে,
ওই নির্বাক রাজপথের সুড়কী পর্যন্ত।
টিপুকে ওরা ভালবাসে নি,
টিপুকে ওরা ছুঁয়ে দেখে নি,
টিপুকে ওরা স্যালুট দেয় নি,
টিপুকে ওরা নোবেল প্রাইজ দেয় নি,
টিপুকে ওরা নোলা থেকে
একঢোঁক জল দেয় নি।
টিপু চলে গেছে চুপচাপ,
আমাদের কজনকে অঙ্গার করে রেখে।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


