
আমি কি কান্নার জল?
অরণ্যকে প্রশ্ন করে উত্তর পাই নি কোনদিন।
উদোম ধুলোর উপহাসে
নিজেকে পতিতার স্নানের জল মনে হয়।
ছুঁই নি বাতাস দক্ষিণ জানালায়,
শ্বাস নিতে গেলে হয়ত ক্লান্ত হব।
অথচ প্রবীণ গাছের তলে
দাঁড়িয়ে থাকা শালিকের মত
বাতাসে মাতাল হতাম প্রতিদিন।
জঙ্গলের অর্কেস্ট্রা শুনে যখন আকাশ ছুঁতাম,
আকাশ জুড়ে নীলিমা ছিল,
আরও ছিল তোমাকে পাবার বিষণ্ণ বাসনা।
হায়!
পথ গেল,পা গেল,পায়ের তলার মাটি গেল,
পাষণ্ড হল দেবতা;দেবতা করল গ্রাস।
তোমার তুলনা তুমি শুদ্ধ হলে,
আমি কান্নার জল হলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


