আজ এই ঘুমবেলায়
কোন মৌনী শব্দের আগে
যে নিস্তব্ধতা শুনতে পাই,
যদি কোনদিন নীরব উল্লাসে
তার ভাষা খুঁজে পাও,
তবে তার সবুজ ক্যানভাসে
জলীয় স্বপ্ন আঁকা হয়ে যাবে
দক্ষ শিল্পীর তুলির মত,
ভরে যাবে পৃথিবী সাদা সাদা গোলাপে,
বুনোগন্ধ ভীড় করবে অনূভুতির বারান্দায়।
তারপর যদি সময় থেমে যায়,
নতুন হৃদের সন্ধান পাও
আরেক পাঁজরে,
তবে বৃষ্টিতে না হয় না ভিজলে,
দাঁড়িয়ে থেকো জানালায়,
তখন মেঘের মন্দ্রে রচিত হবে
তোমার আমার অচেনা অবগাহন,
বুক ভরে বেঁচে উঠবে মূহুর্ত,
অসম্ভব প্রেমের বারতায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


