১৯৭১ । ১৬ই ডিসেম্বর। বাংলাদেশ। স্বাধীন। সবাই ফিরছে বাড়িতে যুদ্ধ শেষে। ক্লান্ত। মনে সপ্ন। নতুন করে সংসার করার। নতুন করে দেশ গড়ার। কিন্তু সবাই বাড়ি ফেরার পথে দেখল, তাদেরই কিছু প্রতিবেশীরা কুচকুচে কালো হয়ে গেছে। ওদের পাছার উপর দিয়ে শুয়োরের মত ছোট একটা লেজ বেরিয়েছে।
শুয়োরের মত লেজ ওয়ালা লোক গুলো খুব সহজেই চিন্হিত করা গেল। সারা দেশ থেকে সবগুলো লোককে একত্র করা হল। ওরা সবাই হাজির হল। ওদের প্রশ্ন করা হল - তোমাদের দিয়ে আমরা কি করতে পারি। ওদের মধ্যে একজন বলে উঠল - আমাদের মের না। তোমাদের তো এখন হালচাষ করতে অনেক গরু লাগত, আমরা গরুর বদলে তোমাদের কাজ করে দেব। কিন্তু এই শুয়োরের মত লেজ ওয়ালা লোকটা মনে মনে বলছিল অন্য কথা। সবাই সরল মনে ভাবল - দেয়াই যাক না, আর একটা সুযোগ। কিন্তু ওরা ছিল খুব সহজ সরল। ওরা জানত না পৃথিবীর ইতিহাসে কোথাও এই শুয়োরের মত লেজ ওয়ালা লোকগুলোকে বাচতে দেয়া হয় না।
কিন্তু একটা ছোট মেয়ে কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল। ও করল কি জানেন - প্রার্থনায় বসে গেল। আর দিন রাত প্রার্থনার পরে আল্লাহ ওর কথাও শুনলেন। সবগুলো শুয়োরের মত লেজ ওয়ালা লোক ধংস হয়ে গেল। বাঙালীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
হঠাৎ ঘুম ভেংগে গেল বউর চিল্লা চিল্লিতে।
“Reality is merely an illusion, although a very persistent one” -Albert Einstein
P.S. শুয়োরের মত লেজওয়ালা লোকগুলো ছিল রাজাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



