জানি আর আসবেনা ফিরে, জানি আর হবে না আমার ,
তবু বলব ভালবাসি তোমায় …
জানি আরা কেউ হবে না আমার, জানি আর কেউ ভালবাসবে না,
তবু বলব পাব একদিন…
জানি আর কেউ কাঁদবে না দুয়ারে, জানি আর কেউ ডাকবে না আমাকে,
তবু বলব ভালবাসবে আমায় …
জানি একদিন ভালবাসা পাব, জানি একদিন কেউ ভালবাসবে,
তবু বলব স্বপ্ন সত্যি হবে …
-বিপুল 14/02/2012

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




