রাত ঘুমে ছোট একটা স্বপ্ন দেখেছিলাম,
কথা ছিল-
মুঠোফোনের ওপাশ থেকে চুড়ির টুংটাং শব্দে ঘুম ভাঙবে,
টুংটাং শব্দ হলনা,
বাসের পেপে আর ট্রাকের ভটভট শব্দে ঘুমের শেষ হল,
একরাশ বিরক্তি,
বালিকা সারা মাসের হাতখরচ বাঁচিয়ে একজোড়া চুড়ি কিনে দেব,
একটি সকাল হউক,টুংটাং শব্দে ঘুম ভাঙুক,
সারা মাস না হয় টঙে নাইবা গেলাম,
তবুও ওই পেপে আর ভটভট শব্দ শুনতে পারব না।
রাত ঘুমে ছোট একটা স্বপ দেখেছিলাম,
কথা ছিল-
কিন্নর কণ্ঠে তুমি বলে উঠবে-ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




