আমরা ক জনা পারি জীবন কে পজেটিভ ভাবে দেখতে? কেবল শুধু দেখার ভিন্নতার কারণে বদলে যায় জীবনের মানে।আমাদের খুব বেশি প্রয়োজন পজেটিভ হয়ে বেঁচে থাকা। আজ যদি আপনাকে বলি জীবন সম্পর্কে কিছু বলতে কি বলবেন? বসবেন কি জমা-খরচের হালখাতা নিয়ে? পাওয়া না পাওয়ার দরি-পাল্লা তুলে ধরবেন কি?
কি লাভ বলুন এতো হিসাব-নিকাশের?
আসুন না সব ভুলে কেবল আজকে থেকেই হিসাব করি জীবনের লিষ্টটা। একবার ভাবুন যখন আপনি এই লিখা পড়ছেন ঠিক তখনই কত কত মানুষ প্রযুক্তির অভাবে , চিকি্ৎসার অভাবে প্রান হারাচ্ছে!!! তাদের থেকে আমার ভালোই আছি। ( শুকরিয়া বিধাতার কাছে)
হায় প্রানের সখি/সখা অন্যের হাত ধরে চলে গেলো ( অনেক সাধের ময়না আমার, বাধন ছিড়ে যায়.....) ভাই / বোন আমার বেদনা পায়েছেন যানি তাই বলে ভেঙে পরবেন না যেনো। ভাবুন তো এই সখ/সখি যদি আপনার সাথে সংসার হওয়ার পর এই কাজ করতো ( আল্লাহ মাফ করো সবাইকে এই দুষমনির থেকে)। তাহলে কি করতেন। যানি ভুলে যাওয়া কঠিন। তবে না ভুলে মনের গোপান কাবাডে তুলে রাখুন। নতুন করে ভাবুন।
যে কথা যে অচরন আপনার ভালো লাগেনা, তা থেকে নিজেকে দুরে রাখুন। ধরুন আপনার এক আত্মিয় আছে তার স্বভাব হলো খোঁচা মেরে কথা বলা। অন্যের নিন্দা করা। আপনি তাকে পছন্দ করেন না। তার সাথে যোগাযোগ হলে বেশ কিছু দিন আপনার মাথা গরম থাকে।
১০০% এড়িয়ে চলুন এই মানুষকে। সে হয়তো আপনাকে অন্যদের কাছে হেয় করবে। করুক না, আপনিতো ভালো থাকবেন।
আর আপনি যখন ভালো থাকবেন তখন অন্যদেরকেও ভালো রাখতে পারবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



