সুর্যের অবর্তমানে ধার করা আলোয় হেসে ওঠে প্রেয়সি চাঁদ
মিথ্যা আলোয়, আমি ভুলে করি, ঘর ছাড়ি, নিষিদ্ধ আহবানে ,
হুতুমের ডাকে চমকিত অশরীরী আত্মা আমায় সম্মহিত করে
নির্বাক আমি পথ ভুলে চলি বিজনে, গহীনে, পাতালে!!!!!!!!!
দুবলার চরে জেগে উঠে আমার ভুল পথের সীমানা
আমি নবীন ঘাসে পা ফেলি, নিঃশব্দে মাড়িয়ে চলি পথ
খুজে পাই, আমাদের ফেলে দেয়া সময়ের আচঁরের দাগ..
মঙ্গল আলোকে নিখুত মমতায় ছুয়ে দেই আমাদের অতীত।
বর্তমান আমাকে সচকিত করে, নবীন সুর্যের উত্তাপে,
ফিরে আসি, সাথে নিয়ে স্বপ্নিল ভালোলাগার আবেশ
শুরু করি পথ চলা সত্য রবির উজ্বল উচ্ছাসে
অতীতের পাতা মুড়ে, বর্তমানে বিচরন করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



