তুমি ভালবেসেছিলে বলেই ,
মৃত্যুর উমমাদনাকে পেছনে ফেলে আরেক বার বেঁচে উঠা,
পাগলের মতো করে বাঁচার লড়াই করা...
তুমি ভালবেসেছিলে বলেই ,
আমাকে নিয়ে আমার মেতে থাকা
নিজেকে সাজিয়ে গুছিয়ে তোমার পথ পানে চেয়ে থাকা...
তুমি ভালবেসেছিলে বলেই..
লাল শারি লালচুড়ি পরে মাথায় সিঁদুর মাখা,
স্বাধীনতা গুলো জড় করে তোমার সাজানো ঘরের ঘরনী হওয়া..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



