দেশের বর্তমান পরিস্থিতি খুবই আস্থির।
অস্থিরতা আমাদের জন্য নতুন কিছু না। আমরা আস্থির থাকতে অভ্যস্ত।
তাই এই ব্যপারটা নিয়ে মাথা ঘামাই না।
মাথা ঘামানোর কিছু নেই। সব এমনিতেই ঠিক হয়ে যাবে।
দেশের পরিস্থিতি নিয়ে আমার মাথা ব্যথা না থাকলেও একটা ব্যপার নিয়ে আমি উদ্বিগ্ন।
বিরোধীদল এখনো এতো নীরব কেন? তাদেরকে কি ডান্ডা মেরে ঠান্ডা করা হয়েছে?
দা-কুড়াল, লগি-বৈঠার যুদ্ধ আর কতো? দেশটা শেখহাসিনার বাবার কিংবাখালেদা জিয়ার স্বামীর সম্পত্তি না।
এই দেশ আমাদের সবার।
একাত্তরে রাক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করা হয়েছে। স্বাধীনতার পর থেকে আপনারা কি কম রক্ত ঝরিয়েছেন?
সাধারন মানুষের জীবন নিয়ে আর কতো খেলা খেলবেন?
পিতা এবং স্বামীর নাম বিকিয়ে আপনারা আর কত শোষন অত্যাচার করবেন?
আপনাদের কারণে কেন প্রান দিতে হবে বিশ্বজিত্দের?
আর কত রক্ত আপনারা চান?
কত রক্তে শেষ হবে আপনাদের রক্তের পিপাসা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


