২০১১ সালের ডিসেম্বর মাসে আমি অনেক কৌতুহল নিয়ে নিজের চেষ্টায় প্রথম ফেসবুকে একাউন্ট খুলি। ফেসবুক সম্পর্কে প্রথম জেনেছিলাম পত্রিকায়। তারপর ফেসবুক সম্পর্কে আংশিক ধারনা পেয়েছিলাম চিটাগাং ভার্সিটিতে পড়ুয়া আমার এক চাচার কাছ থেকে। জাভা এনেবল চায়না মোবাইলে Opera Mini থেকে সে ফেসবুক ব্যবহার করত। আমাকে সে ফেসবুকের ব্যপারটা বুঝিয়ে বলল। ফেসবুক নিয়ে তখন আমার ভিতরে এক অদম্য কৌতুহল সৃষ্টি হয়।
আমি তখন তাকে আমাকে একটা ফেসবুক একাউন্ট খুলে দিতে বলি। তখন সে জানায়, সে নিজে ফেসবুক সম্পর্কে তেমন একটা জানে না। তার এক বন্ধু তাকে ফেসবুক একাউন্ট খুলে দিয়েছে।
ফেসবুক নিয়ে কৌতুহল আমার বাড়তেই থাকে। তারপর এক পর্যায়ে নিজের চেষ্টায় আমি ফেসবুকে একটা একাউন্ট খুলতে সফল হই। তখন নিজের কৌতুহলটাকে আস্তে আস্তে মেটাতে শুরি করি। ফেসবুক নিয়ে আমার ভিতরে একটা ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
বন্ধুমহলে ফেসবুক সম্পর্কে সবার কাছে বলি এবং যাদের মোবাইল আছে প্রত্যেককে একটা ফেসবুক একাউন্ট খোলার জন্য অনুরোধ করি। আমি নিজে ওদেরকে ফেসবুক একাউন্টু খুলে দেই এবং এর ব্যবহার শিখিয়ে দেই।
এটা হচ্ছে আমার ফেসবুক ইতিহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


