মেঘের ওপারে আর যাওয়া হবে না,
সময় কখনো ফিরে দেখা হবে না,
জীবনের ছোটো ছোটো চাওয়া গুলো কখনো পূর্ণ হবে না।
মেঘের ওপারে আর
যাওয়া হবে না।
আমি আছি , আমি নেই
অস্তিত্বের সংকটে কালের বিবর্তনে ।
জীবন কখনো থেমে থাকবে না,
হারানো দিন গুলোতে আর ফিরে যাওয়া হবে না ।
ও বন্ধু ! তোমার বন্ধুত্বের দোহাই
কখনো ছেড়ে যেও না,
শূণ্য দৃষ্টিতে আর তাকিয়ে থেক না
মেঘের ওপারে আর
যাওয়া হবে না।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



