আজকে শনিবার, ছুটির দিন তাই ভাবলাম বাইরে কোথাও ঘুরে আসি! এরিজোনা আসার পর সেভাবে কোন ট্যুর দেয়া হয়নি। আমার বউ এবং ছেলে বাংলাদেশে ঘুরতে গেছে মাস দুয়েক হল, একা একা বাসায় থাকার চেয়ে ভাবলাম হাইকিং করে আসি! গুগল করে হাইকিং করার একটি জায়গা পেয়ে গেলাম, সাবিনো কেনিয়ন (Sabino Canyon), জায়গাটা আমার বাসা থেকে ১২-১৪ মাইল এর মত দূরে অবস্থিত! এখানে অনেকগুলো ট্রেইল আছে, তার মাঝে কিছু লেক, জলাশয়, ঝর্না থেকে শুরু করে সুউচ্চ পাহার। এক একটি ট্রেইল আধা ঘণ্টা থেকে কয়েক ঘণ্টা লাগে হাইকিং করতে, এর আগে আমি ঝর্না বা জলাশয়ে হাইকিং করেছি তবে পাহাড় বিশেষ করে মরুভূমি অঞ্চলের পাহাড় সেভাবে হাইকিং করা হয়ে উঠেনি! তাই ভাবলাম এবার পাহাড় হাইকিং করব! এখানে blackett's Ridge নামক এক পাহাড় আছে, উচ্চতা প্রায় ১৭৫০ ফুট, আমি ভাবলাম আজ এটাই হাইকিং করব!
সত্যিকার অর্থে জুন মাস পাহাড় হাইকিং এর জন্য তেমন ভাল সময় না, কারণ এটা মরুভূমি এলাকা, মাইলের পর মাইল বড় কোন গাছ নেই আছে শুধু ক্যাকটাস এবং বড় ক্যাকটাস (Saguaros) গাছ! এই ক্যাকটাস এবং Saguaros আমেরিকার দক্ষিন পশ্চিম রাজ্যেই দেখা যায়, আমি অন্তত অন্য কোন রাজ্যে এই গাছ দেখিনি! চিন্তা করলাম এই পাহাড়ই হাইকিং করব আজ, যতদূর পারি করব, শেষ করতে না পারলে দরকার পরে অন্য কোন সময় আবার আসব! সব মিলিয়ে ভাল একটি অভিজ্ঞতা হল বিশেষ করে মরুভূমি এলাকায় হাইকিং করতে কি ধরনের প্রিপারেশন নেয়া দরকার তার একটি ধারনা পেলাম!
কিছু ছবি!
বড় ক্যাকটাস (Saguaros)
ক্যাকটাস
এই রাস্তা ধরে পাহাড় বেয়ে উপরে উঠছিলাম।
এখান থেকে shuttle bus-ও ছারে, কিছু জায়গা এই বাস দিয়েও যাওয়া যায়!
জার্নিটির একটি ভিডিও ব্লগও করেছিঃ
ইউটিউব ভিডিও লিংক সরাসরি
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০২৩ সকাল ৯:৩২