ইসলাম ধর্মকে কিছুটা হলে ও খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি এদের মধ্যে যে সহযোগিতা ও সহমর্মিতার চর্চা দেখেছি তা আমাদের সবার জন্য অনুকরনীয়। সবচেয়ে বড় কথা আমি এদের মধ্যে যে প্রাণ দেখেছি-এটাই পারে বর্তমান সমাজ ব্যবস্থা ভেঙ্গে নতুন সমাজ গড়তে যেখানে থাকবেনা কোনো অন্যায়,অবিচার-এটাই পারে একটা নতুন পৃথিবী গড়তে যে পৃথিবীর স্বপ্ন আমরা দেখি। কিন্তু ভয় হয়-কারন এদের সবাই ধর্মান্ধ। এরা ধর্মান্ধ হতে বাধ্য। কারন ধর্ম সবচেয়ে স্পর্শকাতর জায়গা যেখানে আমরা নির্বাক। অস্বীকার করার উপায় নেই-এদের অনেকেই এসবের বাইরে যা নিশ্চিতভাবে প্রশংসনীয়।অন্যান্য ধর্মে হয়তোবা এরকম অনুকরনীয়।
নাস্তিকদের অনেককেই দেখেছি যারা মুখে সাম্যের কথা বলে কিন্তু বাস্তবে এরাই classify করে বেশী। এদের অধিকাংশই অতি গিয়ানী-যা মানবতার জন্য হুমকি। বলতে দ্বীধা নেই-এরা আসলেই অনেক জানে। এদের উদ্দ্যেশ্য মহৎ। এরা ও আস্তিকদের মতই সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে। তবে এদের একটা বড় অংশ আছে যাদের চিন্তাভাবনা আমাদের সাধারনের থেকে অনেক উপরে।শিল্প সাহিত্যে এরা অনেক এগিয়ে। এরা আমাদের সবার জন্য সত্যিই আদর্শ...
একবিংশ শতাব্দীতে যেখানে স্পষ্ট -সাম্প্রদায়িক দৃষ্টিকোন থেকে একটা অসাম্প্রদায়িক সমাজ গড়া অসম্ভব-আমরা কেনো এ সত্যটাকে মেনে নিতে নারাজ? কেনো নাস্তিকদের এ গোঁড়ামি? কেনো এ ধর্মান্ধতা? আমরা কেনো পারিনা আস্তিকতা-নাস্তিকতা ভুলে গিয়ে, ঘৃণা-বিদ্বষ minimize করে সত্যটাকে বের করে আনতে?
এ কথাগুলো বলতে গিয়ে আমি নিজেই হয়তো অতি গিয়ানীর মত কিছু বলে ফেলেছি-সেজন্য ক্ষমাপ্রার্।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




