সময়ের অনেক রূপ আমরা দেখি; সময় কখনও উড়ে যায়, কখনও দৌড়ায়, কখনও বা থমকে দাড়ায় ! আমরা সময় বাঁচাই, ব্যয় করি। আমরা সময় অপচয় করি, কখনও কখনও কিল করি.... কেউ বলে সময় নিষ্ঠুর শিক্ষক, অনেকের মতে সেরা শিক্ষক...। সময়ই অর্থ, কারো সময়ের দাম আকাশচুম্বী, কারো সময় খুবই সস্তা, আবার কেউ অর্থ ব্যয় করেন একটু ভালোভাবে সময় কাটানোর জন্য.....। এভাবে সময়কে আমরা দেখি বিভিন্ন ভাবে ...
এই সময়ই হতে পারে কারো কারো জন্য সেরা উপহার । হয়তো আপনার কোনও প্রিয়জন, বা বন্ধু বা কোন শুভাকাঙ্ক্ষীখি আপনার কিছু সময় পাওয়ার জন্য আকুল হয়ে আছে.. একজন নিসসঙ্গ মানুষের কাছে প্রিয়জনের একান্ত কিছু সময়ের চেয়ে ভালো কোন উপহার হতে পারে না..... তাই আমরা বিভিন্ন উপলক্ষে বা বিশেষ দিনে প্রিয়জনকে দেয়া উপহার এর তালিকাই সময়কে গুরুত্ব সহকারে অন্তর্ভুক্ত করতে পারি।..... আপনার একটু আন্তরিক সময় হয়তো কারো কারো জীবনে বয়ে আনতে পারে আনন্দের বন্যা, অন্তত কিছু সময়ের জন্য হলেও ..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




