আমি বলতে গেলে লেখিইনা। আজ আমার খারাপ লাগা থেকে লিখছি।
বিডি আর বিদ্রহ এর খবর আমরা সবাই জানি। এটাও জানি যে নিহত সেনা সদস্য দের পরিবার সাহায্য পেয়েছে। কিন্তু যে সব বিডি আর সদস্য নিহত হয়েছেন তাদের পরিবার নিয়ে মনে হয় কারো মাথা বেথা নেই। এরা যে মারা গেল নিশ্চই নিরস্ত্র অফিসাররা গুলি করেনি। অবশ্যই তারা বিদ্রোহ করতে চায় নাই বা অফিসার দের বাচাতে গিয়ে মারা গেছে।
শুধু মাত্র বি ডি আর এর সদস্য বলেই তাদের দিক থেকে সবাই মুখ ফিরিয়ে নিয়েছে।
সরকারের উচিত এমন মানসিকতা পরিহার করা, এবং দ্রুত এই পরিবার গুলর হাতে সাহায্য পৌছানো। কেননা তাদের জীবন গুল থমকে আছে। অনেক পরিবার দিন পার করতে হিমশিম খাচ্ছে আবার অনেকের সন্তানের পড়াশুনা বন্ধ হয়ে গেছে। এটা না দেয়া হলে শুধু অমানবিক ই হবে না, যত দূর জানি বেআইনি ও হবে।
সেনা সদস্য রাই যে শুধু দেশের সন্তান তা ত নয়, বিডি আর ও এ দেশের ই সন্তান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



