দেশ থেকে আজ অনেক দুরে ক্যারিবিয়ান দ্বীপে
আমার সোনার বাংলা- গান আজ দেখি সবার লিপে।
বিশ্বকাপের প্রথম খেলায় নেমেছে টাইগার
জিততে হবে এই মনোবল বুকেতে সবার।
আসুক বাধা সামনে যতই পথ হোক বন্ধুর
হাল ছেড়ো না বন্ধু আমার এগোও বহুদুর
১৫ কোটি মানুষগুলোর স্বপ্ন সফল করে
বীরের বেশে তোমরা এসো ফিরে নিজের ঘরে।
হারি যতই হাল ছাড়ি না স্বপ্নের নেই শেষ
মুখে বুকে একই শ্লোগান- গুডলাক বাংলাদেশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



