একটা দেশের স্বপ্নরথের বাহক হবে যারা
টগবগে মন তরতাজা সব নবীন যুবা তারা
পড়ালেখা সমাজসেবা সেরা সকল কাজে
দেশের কাজে ডাক এলে সব ঝাঁপায় যুদ্ধসাজে।
জীর্ণ খসা পুরাতনের বাঁধন ছিড়ে ফেলে
এগিয়ে নেবে দেশটাকে সব বাঁধন হারা ছেলে।
আমেরিকা অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেন চীন
সবাই রবে পিছে পড়ে বাংলাদেশের দিন।
কিন্তু যদি যুবসমাজ পথ হারিয়ে ফেলে
টেন্ডার আর দখল কাজে অস্ত্র ধারী ছেলে
ইভটিজিং আর ভোগবিলাসে লিপ্ত থাকে তারা
দেশের শত সমস্যাতে বিবেক না খায় নাড়া
গুরুজনে শ্রদ্ধা করা কিংবা পড়াশোনা
বাদ দিয়ে দেয় ফালতু বলে ধরে না আর গোনা।
ভালো খারাপ বোধ যদি তার দূরে সরে যায়
ভবিষ্যতে শুধুই আঁধার দেশ করে হায় হায়।
ভাসানী আর মুজিব জিয়া বেঁচে তো নেই আর
তাদের নিয়ে তর্ক করে লাভ টা হবে কার?
দেশকে নিয়ে কাজ করেছেন সারা জনম ভর
মুজিব ছিলেন অজেয় এক নেতা অগ্নিশ্বর
জিয়া দিলেন যুদ্ধ করে স্বাধীনতা আনি
মজলুমেরই নেতা যিনি, তিনিই ভাসানী
তারা তাদের কাজ করেছেন, দেন নি কথার ফানুস
ভুল ভ্রান্তি থাকতে পারে, তারাও ছিলেন মানুষ।
আজকে যারা ঝগড়া করি কে ছোট কে বড়
ঝগড়া ঝাটি ছেড়ে দিয়ে দেশ টাকে আজ গড়ো।
মুজিব জিয়া কি করেছেন লিস্টি করা ছাড়ো
দেশকে তুমি কি দিয়েছো? জবাব দিতে পারো?
সামনে চলো, হও আগুয়ান দেশের ভবিষ্যত
দেশের বেলায় ঊর্ধ্বে রাখো সকল পথ ও মত।
সবাই যদি সামনে তাকাই বইবে সুবাতাস
স্বপ্নচারী দেশটা আমার রইবে না হতাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



