সময় মতো লেখো পড়ো, স্কুলে রোজ যাও
হাতের লিখা খারাপ কেনো? জবাব আমায় দাও
ট্যালেন্টপুলে বৃত্তি পাবে, অনেক দিনের আশা
সব বিষয়ে পাকা হবে, ছাত্র হবে খাসা।
বৃত্তি যখন পেলাম নাকো মুখটি সবার ভার
বৃথা যেনো হয়ে গেলো জগত সংসার।
এবার তোমায় টার্গেট দিই স্কুল ফাইনাল
লেটার পাবে পাঁচ বিষয়ে, নইলে গালাগাল
পাস করলাম এস এস সি, পাঁচ বিষয়ে লেটার
এইচ এস সি সামনে আছে, করতে হবে বেটার
পাস করলাম এইচএসসি রেজাল্ট হলো ভালো
তবু দেখি গার্জিয়ানের মুখে ছায়া কালো।
সামনে তোমার ভর্তি যুদ্ধ, প্রস্তুতি নাও কষে
একটু খানি পা ফসকালে থাকতে হবে বসে।
ভর্তি হলাম, জায়গা ভালোই, তবুও নেই ছুটি
শিখর পানে এগিয়ে যাও, চলো গুটি গুটি।
পাস করলাম, গ্রাজুয়েশন, রেজাল্ট চলনসই
মনে মনে প্রতিজ্ঞা নিই, আর ছোঁবনা বই।
চাকরী নিলাম, মনের কোণে একটুখানি চাওয়া
ইচ্ছেমতো ঘুরফির আর মন্দ ভালো খাওয়া।
চাহিদা মোর খুব বেশী নয়, জীবন তো একটাই
ছোট খাট শখ গুলো সব পুরণ হওয়া চাই।
কিন্তু সবার শখ পুরণে ব্যস্ত এখন আমি
আমার সখের দাম নেই আর সবার সখই দামী।
আরো বড় হতে হবে, এইতো সবার চাওয়া
ক্যারিয়ার টা গড়তে গিয়ে ভুলি নাওয়া খাওয়া।
এমনি করে হচ্ছে আমার অর্ধ জীবন পার
বইছি আমি আমার তো নয়, অন্য কারো ভার।
আচ্ছা মাগো বলতে পারো? কত্ত বড় হলে,
আর 'বড় হও' বলবে না কেউ, কথায় নানান ছলে।
ক্লান্ত ভীষণ, আর পারি না, এবারে দাও ছাড়ি
সাধ আহ্লাদ সবকিছু কে দিয়েই দিলাম আড়ি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



