নীচের খবরটা পরার পরে ট্রানজিট বিষয়ক কিছু তথ্য জানতে ইচছা করছে। কেউ কি কোনো লিংক দিয়ে বা কমেন্ট করে সাহায্য করতে পারেন?
১. বিশ্বের কতটি দেশে ট্রানজিট চালু আছে?
২. ট্রানজিটের শর্ত কি ডব্লিউ টি ও ঠিক করে দেয়, না সংশ্লিষ্ট দেশ ঠিক করে?
৩. অন্য কোন দেশের ট্রানজিটের শর্তাবলী কি প্রকাশ করা হয়েছে? হয়ে থাকলে লিংক দিতে পারেন?
৪. "অবকাঠামোর সব খরচই ভারতের দেয়া" এর মানে কি? সব রাস্তাঘাট কি ভারতের টাকায় বানানো?
মূল খবর:
প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান বলেছেন, ট্রানজিটের বিনিময়ে ভারতের কাছে ফি চাওয়া অসভ্যতা। বাংলাদেশ যদি একটি অসভ্য দেশ হত, বাংলাদেশের নীতি-নির্ধারকরা যদি অসভ্য ও অশিক্ষিত হত তাহলে ভারতের কাছ থেকে ট্রানজিটের জন্য ফি চাইত। তিনি বলেন, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের জন্য যে অবকাঠামো দরকার তার সকল খরচই ভারতের দেয়া। ভারত যদি রাস্তাটা করে দিয়ে ট্রান্সশিপমেন্ট করে এবং পরে এটা আবার খুড়ে নিয়ে যায় তখন আমরা তাদের কাছ থেকে ফি নিতে পারি। তিনি বলেন, আমাদের লাভ হল ওরা কাজ করার জন্য আমাদেরকে কিছু শ্রমিক ব্যবহার করছে।
অর্থ উপদেষ্টা বলেন, ডব্লিউটিও’র নীতি অনুযায়ী ট্রানজিটের সুযোগ আপনি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবেন না। আমরা ডব্লিউটিও’র নীতি যদি না মানি তাহলেই কেবল টাকা-পয়সা আদায় করতে পারব। এক্ষেত্রে আমরা অসভ্য, অশিক্ষিত হিসেবে বিবেচিত হব।
লিংক:আমার দেশ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



